Headmaster's Message



মহাসড়কের কোলাহলমুক্ত পাহাড় ও সমুদ্রের মাঝে নিবিড় মনোরম গ্রামীণ পরিবেশে সাহেরখালী উচ্চ বিদ্যালয় এই ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সমৃদ্ধ সাহেরখালী রূপকার মরহুম ফজলুল হক মিয়া ১৯৮৩ সালে এলাকার শিক্ষানুরাগী ও আপামর জনতাকে সাথে নিয়ে এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠান জ্ঞানের আলো বিতরণের কাজ করে যাচ্ছে। বিদ্যালয়টি প্রধান শিক্ষক হিসেবে আমি শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা, সকল প্রতিষ্ঠাতা শিক্ষক, সকল দাতা ও সহযোগী এবং সর্বোপরি এলাকাবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি। প্রতিষ্ঠাতা জনাব ফজলুল হক মিয়ার বার্ধ্যক্যে, তাঁর নেতৃত্বে এলাকার একঝাঁক শিক্ষানুরাগী বিদ্যালয়টির গতিশীল পরিচালনা ও উত্তরোত্তর উন্নয়নে ভূমিকা রাখতে শুরু করেন এবং এই ধারাবাহিকতায় ইউনিয়নের আরেক কৃতিপুরুষ জনাব হাসান মাহফুজ পরিচালনা পরিষদ সভাপতি হিসেবে দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে সৃষ্টিশীল চিন্তা, অদম্য মনোবল ও দূরদর্শিতায় বিদ্যালয়টিতে অল্প সময়ে অভূতপূর্ব পরিবর্তন দেখা দেয়। অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সুদৃশ্য গেইট, দৃষ্টিনন্দন শ‍হীদ মিনার, নতুন ভবন, পুরাতন ভবনের সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ আজ দৃশ্যমান। এছাড়াও বিদ্যালয়টির একাডেমিক মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সৃজনশীল গুনাবলী বিকাশে পরিচালনা পরিষদ নিরলস কাজ করে যাচ্ছে। এই পরিবর্তন ও উন্নয়ন প্রচেষ্টার সাথে সম্মানিত অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টা আমরা আশানুরূপ ফলাফল পেতে শুরু করেছি। আমরা বিশ্বাস করি শীঘ্রই সাহেরখালী উচ্চ বিদ্যালয় মিরসরাইয়ে একটি আলোকিত, অনুকরণীয় এবং অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে। সকল অভিভাবক, নিয়মিত শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর সহযোগীতা কমনা করছি।

ধন্যবাদান্তে-

এ. এইচ. এম. মেছ বাহুল হক

প্রধান শিক্ষক

সাহেরখালী উচ্চ বিদ্যালয়