President's Message




সাহেরখালী উচ্চ বিদ্যালয়ঃ পরিবর্তনের পথে, সম্ভাবনার নতুন দিগন্তে। ২০১৩ সাল। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর। প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলন আয়োজকদের আহ্বানে এর সঙ্গে নিজেকে যুক্ত করি। ২০১৩ সালে বিদ্যালয়টির অবকাঠামোগত দৈনতা, এক যুগেরও বেশি সময় ধরে অনবায়নকৃত স্বীকৃতি, শিক্ষক সংকটসহ নানা দুরাবস্থা চলছিলো। এমতাবস্থায় আমাদের সবার প্রাণের মানুষ সাউবি’র প্রতিষ্ঠাতা ফজলুল হক মিয়ার আহ্বানে ২৫ সদস্যের বিশেষ কমিটির মাধ্যমে কাজ শুরু করি। ২০১৪-২০১৬ নিরবিচ্ছিন্ন দু’বছর নানা উদ্যোগ ও কর্ম পরিকল্পনায় বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের চেষ্টা চলতে থাকে। ২০১৬ সালের দ্বিতীয় ভাগে পূর্ণাঙ্গ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক আহবায়ক কমিটি অনুমোদন হয়। শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যরা নির্বাচিত হয়ে, ২০১৬ সালের নভেম্বর নিয়মিত কমিটির সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করেন। এই মহৎ সুযোগটির জন্য বিদ্যালয়টির কিংবদন্তিতুল্য প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠায় অবদান রাখা সম্মানিত নাগরিকজন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ সকলের কাছে অশেষ কৃতজ্ঞতা। নিয়মিত কমিটির প্রথম ১০০ দিনের কর্মসূচী হিসেবে বিশেষ গুরুত্ব বিবেচনায় নিচের কর্ম পরিকল্পনা করি

১। বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন; যা ১৫ বছর ধরে অধ্যয়নকৃত ছিলো।

২। দ্রুততম সময়ে সহকারী প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান, করণিক, ও নৈশ প্রহরী নিয়োগ।

৩। বিদ্যালয়ের হিসাব-নিকাশ হালনাগাদ করা; নিয়মিত ব্যাংক একাউন্ট এর মাধ্যমে লেনদেন।

৪। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

৫। একাডেমিক পরিকল্পনা তৈরী, নিয়মিত একাডেমিক কার্যক্রম মূল্যায়ন ও পর্যবেক্ষণ।

প্রথম ১০০ দিনে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে ২০১৭ সালে ১৫ বছর ধরে অনবায়নকৃত স্বীকৃত লাভ, সহকারী প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান, করণিক ও নৈশ প্রহরী নিয়োগ, অভ্যন্তরীণ ও স্বীকৃত অডিট ফার্ম কর্তৃক হিসাব রক্ষণাবেক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিতকরণ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত বিশেষ অডিট নিষ্পত্তি, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা, একাডেমিক পরিকল্পনার আওতায় নিয়মিত পাঠ কার্যক্রম মূল্যায়ন ও উন্নতকরণ কর্মসূচী সফলভাবে শেষ হয়। ২০১৭ সালের এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলেও বেশ সফলতা আসে। এছাড়া শিক্ষার্থীদের জুতা, আইডি কার্ড, ব্যাজ পরিধান, সকল জাতীয় ও বিশেষ দিবস সমূহ মর্যাদার সাথে পালিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য, সম্মানিত শিক্ষকবৃন্দ, এলাকাবাসী, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, স্থানীয় প্রশাসন ও সরকারী সহায়তায় নিচের অবকাঠামোগত প্রকল্প সফলতার সাথে শেষ হয়:

১। বিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সংস্কার ও ফ্লোর পাকা করা;

২ যুগোপযোগী কমনরুম, লাইব্রেরী, সায়েন্স ল্যাবরেটরী, কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা;

৩। প্রাক্তন ছাত্র মাইদুল ইসলাম ভূঁইয়ার সহযোগিতার নুরুল ইসলাম ভূঁইয়া ভবন;

৪। দৃষ্টি নন্দন প্রবেশ তোরণ নির্মাণ, যা ইতোমধ্যে শৈল্পিক স্থাপত্য হিসেবে স্বীকৃত;

৫। একাডেমিক ভবন-২ এর ছাদ, দরজা, জানালা মেরামত ও রংয়ের কাজ;

৬। প্রশাসনিক ভবন মেরামত ও শিক্ষকদের আলাদা ফ্রেশরুম ও টি রুমসহ আধুনিকিকরণ;

৭। নতুন শহীদ মিনার তৈরী; যা ইউনিয়নের কেন্দ্রিয় শহীদ মিনার হিসেবে ঘোষিত;

৮। পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, ইভটিজিং প্রতিরোধ কর্মসূচী, গুণীজনদের মৃত্যুতে নাগরিক শোক সভাসহ নানা সামাজিক কর্মসূচী পালন।

২০১৮ সালের এই কর্মময় যাত্রায় সহযোগিতার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ কারণ অল্প সময়ে আপনাদের সহযোগিতা ছাড়া এই কর্ম আয়োজন ও সমাপ্তি সম্ভব ছিলো না। ২০১৮ সালের নভেম্বর মাসে গত কমিটির মেয়াদ থাকতেই ২০১৯ সালের জন্য নতুন বিদ্যালয় পরিচালনা কমিটি গঠিত হলে আমাকে পুনরায় সভাপতি হিসেব দায়িত্ব দেন এবং ২০১৯ সালের জন্য নিচের কর্ম পরিকল্পনা গ্রহণ করিঃ

 ১। মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহযোগিতার বিদ্যালয়ের উত্তর পাশে বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, যা ইতিমধ্যে নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন এবং আরো একটি ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের অনুমোদন

২। বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার করে ইউনিয়নের কেন্দ্রিয় খেলার মাঠ হিসেবে প্রতিষ্ঠা

৩। বিদ্যালয়ের সীমানা প্রাচীর দিয়ে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজায়িত পরিবেশ তৈরী।

৪।পড়ালেখার মান উন্নয়নে একাডেমিক ক্যালেন্ডার, পাঠ পরিকল্পনা ডায়েরী, ক্লাস টেস্ট সহ নানা একাডেমিক উন্নয়ন কার্যক্রম। শিক্ষার্থীর মানবিক গুনাবলী বিকাশে সামাজিক শিক্ষা কর্মসূচি চালু

৫। বিদ্যালয়ের আর্থিক অবস্থা উন্নতিকরণ করে ২০১৯ সালকে বিশেষ অর্থবর্ষ ঘোষণা ।

২০১৩ থেকে ২০১৮ । অর্ধযুগের এই নিয়ত সংগ্রামের যাত্রাপথ সহজ ছিলো না। সীমাবদ্ধতার সকল কাঁটা ধন্য করে সাহেরখালী উচ্চ বিদ্যালয় আজ পরিবর্তনের পথে, সম্ভাবনার নতুন দিগন্তে।

শিক্ষা প্রসারের মাধ্যমে অর্থবহ সমাজ পরিবর্তনের আন্দোলন সফল হোক।

আপনাদের সকলকে এই আন্দোলনে সাথে থাকবার নিমন্ত্রণ।

সবার প্রতি বিনম্র অভিবাদন।

 

জনাব মোঃ হাসান মাহফুজ

সভাপতি

সাহেরখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ